বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী পালিত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদনগর গ্রামে বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে এদিন সকালে বীরশ্রেষ্ঠ’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, ১৯৭১ সালের এই দিনে (২৮ অক্টোবর) তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রামের একটি মসজিদের পাশে ওই সময় বাঙালি জাতির গর্ব বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে দাফন করা হয়।
৩৬ বছর পর ২০০৭ সালের ১১ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ হমিদুর রহমানের দেহবাশেষ ত্রিপুরা রাজ্য থেকে ঢাকায় এনে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এমএএস/আরআইপি