ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ঘর ভেঙে ভেতরে ঢুকে গেল ট্রেনের ট্যাংকার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৮ জুলাই ২০২০

নাটোর স্টেশনে পদ্মা ডিপোতে তেল খালাস করার সময় একটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী কয়েকটি ঘর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে খুলনা থেকে আসা তেল ভর্তি রেলের ট্যাংকার নাটোর রেলস্টেশন সংলগ্ন পদ্মা তেল ডিপোতে খালাস করার জন্য সান্টিং করছিল। এসময় ৭০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন তেল ভর্তি একটি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রেলগেট সংলগ্ন পুরোনো প্লাটফর্মে। ট্রেনটি সেখানে থাকা চামড়ার কয়েকটি আড়ৎ ঘর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক নাটোর স্টেশনে কর্মরত রেলওয়ের এক কর্মচারী জানান, রেলওয়ের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে। বিশেষ করে চালকের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। এখানে পয়েন্টমেন্ট অর্থাৎ সিগনাল দাতারও ভুল রয়েছে।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, সান্টিংয়ের সময় ট্রেনটি পেছনে নেয়া হচ্ছিল। এসময় রেলওয়ে মাটির ঢিবিতে ট্যাংকারটি আঘাত করে এবং কয়েকটি আড়ৎ ঘরের ক্ষতি হয়। আগামীকাল সকালে তেল অনলোড করে ট্যাংকারগুলো পাঠিয়ে দেয়া হবে।

তিনি আরও জানান, সেখানে থাকা আড়ৎগুলো অবৈধভাবে স্থাপন করা হয়েছে। যাদের অনেকের কাগজপত্র নেই।

রেজাউল করিম রেজা/এমএএস/এমকেএইচ