ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে প্রতারক হাবিবের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ অক্টোবর ২০১৫

পদ্মাসেতু নির্মাণে চাকরি দেয়ার নামে প্রতারণার শিকার যশোরের অর্ধশতাধিক মানুষ প্রতারক আটক হাবিবের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানবনন্ধন করেছেন।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত ২৬ নভেম্বর প্রতারক হাবিবুল্লাহ হাবিবকে আটকের পর ক্ষতিগ্রস্তরা এ কর্মসূচি পালন করলো। প্রতারক হাবিব প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি।

মানববন্ধনে বক্তব্য দেন, প্রতারণার শিকার যশোর জেলা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামীম পারভেজ মিন্টু।

তিনি জানান, ২০১৪ সালে পদ্মাসেতু প্রকল্পে শ্রমিক নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক হাবিব। তিনিসহ যশোরের কয়েকশ মানুষ তার ফাঁদে পা দেয়। এদের কাছ থেকে গড়ে ৮ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে হাবিবের নেতৃত্বে প্রতারক চক্র। আর এই প্রতারণার শিকারদের কেউ মুড়ি, চানাচুর বিক্রেতা, কেউ দুধ- তরি তরকারি বিক্রেতা বা রিকসাচালক, শ্রমিক, কৃষক ও মজুর। টাকা দিয়ে চাকরির জন্য প্রায় দু’বছর ধরে ধর্ণা দিয়েছে তারা।

ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো অবশেষে প্রশাসনের কাছে অভিযোগ দিলে গত ২৬ অক্টোবর র্যাব প্রতারক হাবিবকে আটক করে। এসময় তার কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট জব্দ করা হয়। এর মধ্যে নিয়োগ সংক্রান্ত কিছু কাগজ পত্র, একটি হজ এজেন্সির কাগজ পত্র, পাসপোর্ট সাইজের কিছু ছবি, একটি কম্পিউটারও রয়েছে। তাকে আটকের খবর পেয়ে ওই দিনই ক্ষতিগ্রস্তরা হাবিবের শাস্তির দাবিতে র্যাব ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন।

শামীম পারভেজ মিন্টুসহ ক্ষতিগ্রস্তরা এখন ওই টাকা ফেরতের পাশাপাশি প্রতারক হাবিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মিলন রহমান/এমএএস/আরআইপি