গাইবান্ধায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে দুলাল মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারবর্তীপুর (জামালপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
দুলাল মিয়া ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। দুলাল সনদয়িল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুলাল মিয়া রাতে মোবাইল হাতে নিয়ে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এ সময় তাকে একটি বিষধর সাপ ছোবল মারে। পরে বাড়িতে নিয়ে এসে প্রাথমিকভাবে ওঝা ও কবিরাজ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুলালের মৃত্যু হয়।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন আলী সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিত দাশ/এসএস/এমএস