রাজশাহীজুড়ে করোনা আক্রান্তদের অর্ধেকই এখন সুস্থ
রাজশাহী বিভাগজুড়ে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকেই সুস্থ হয়েছেন। করোনা জয় করে ফিরে গেছেন স্বাভাবিক জীবনে।
বৃহস্পতিবার পর্যন্ত বিভাগজুড়ে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৮ জনের। এদের মধ্যে করোনা জয় করেছেন হাজার ৮৭ জন। গত ২৪ ঘণ্টা সুস্থ হয়েছেন ২৩১ জন। এ সময়ের মধ্যে করোনা ধরা পড়েছে ২১৯ জনের।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২১৯ জনের করোনা ধরা পড়েছে তাদের ৭৮ জনই রাজশাহী জেলার বাসিন্দা।
এছাড়া বগুড়া জেলার ৫৯, সিরাজগঞ্জের ৫০, পাবনার ২৮, নওগাঁয় ৩ এবং জয়পুরহাটে একজনের করোনা শনাক্ত হয়।
একই দিনই বগুড়ায় ১৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়া করোনা জয় করেছেন নওগাঁয় ২৮, নাটোরে ৮ সিরাজগঞ্জে ৬, পাবনায় ৪, চাঁপাইনবাবগঞ্জে ৪ এবং জয়পুরহাটে দুজন।
গতকাল করোনায় যে ৫ জন মারা গেছেন তাদের প্রত্যেকেই বগুড়া জেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাবে এ পর্যন্ত বগুড়ায় ৪ হাজার ৩৭০ জনের করোনা ধরা পড়েছে। সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন ৯০ জন।তবে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৫ জন।
বিভাগীয় দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৪২৯ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। এ জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। আর করোনা জয় করেছেন ৭৬৩ জন।
নাটোরে করোনা ধরা পড়েছে ৩৮৭ জনের। এর মধ্যে প্রাণ হারিয়েছেন একজন। সুস্থ হয়েছেন ১২৫ রোগী।
চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৩১৮ জনের। এর মধ্যে ২ জনের প্রাণ নিয়েছে করোনা। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৩৮ জন। নওগাঁয় এ পর্যন্ত ৮৪৪ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া করোনা জয় করেছেন ৬৪০ জন।
জয়পুরহাটে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৫৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছে ২৬৮ জন।
সিরাজগেঞ্জে করোনা ধরা পড়েছে এক হাজার ১৮০ জনের। এর মধ্যে মারা গেছে ১০ জন।সুস্থ হয়েছেন ৩০৯ জন।
পাবনায় করোনায় আক্রান্ত হয়েছে ৭২৪ জন। এর মধ্যে ৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩১৩ জন।
ফেরদৌস/এমএএস/এমকেএইচ