ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৮ অক্টোবর ২০১৫

সুন্দরবনের পশুর নদীতে এবার কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মংলায় নির্মাণাধীন সাইলোর কাছে ৫শ ১০ টন কয়লা নিয়ে মাদার ভ্যাসেল জি আর রাজ ডুবে যায়। মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, কার্গো ডুবির পর সকাল থেকে পশুর চ্যানেল সচল রয়েছে বলে জানান মংলা পোর্ট কর্তৃপক্ষের মেম্বার অপারেশন মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, কার্গোর মালিক ঢাকার সেফ ব্রাদার্সকে কার্গোটি উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে মংলা কোস্টগার্ড বিষয়টি তদারকি করছে। ডুবে যাওয়া কার্গোর মাস্তুলের সঙ্গে একটি ড্রাম বেঁধে চিহ্নিত করে রাখা হয়েছে জোয়ারের সময়ে যাতে সেটি দেখা যায়। তিনি জানান, শুধু ভাটার সময়ে নদীতে ডুবে যাওয়া কার্গোটির মাস্তুল দেখা যাচ্ছে।

আলতাফ হোসাইন আরও জানান, যেহেতু কয়লা বোঝাই কার্গো ডুবিতে চ্যানেলের কোনো সমস্যা হয়নি তারপরও কার্গো কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব সেটি অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে মংলা বন্দরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, জি আর রাজ নামের কার্গো জাহাজটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনায় যাওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে কার্গোটির তলা ফেটে ডুবে যায়। এ সময় ওই কার্গোতে থাকা নাবিকসহ ৯ জন স্টাফ অন্যদের সহযোগিতায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ওটি নর্দান-৭ ডুবির ঘটনা ঘটে। এর কয়েক মাস পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে সারবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।

শওকত আলী বাবু/এসএস/এমএস