ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৎমা ঝলসে দিলো শিশু নুপুরের শরীর

প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সৎমায়ের ছুঁড়ে দেয়া গরম পানিতে নুপুর (১২) নামে এক শিশুর শরীর ঝলসে গেছে। মঙ্গলবার বিকেলে মুমূর্ষু অবস্থায় নুপুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রগতিপাড়ায় নুপুরের গায়ে গরম পানি নিক্ষেপ করে সৎমা বিলকিস বেগম।

স্থানীয়রা জানান, নুপুরের বাবা বেলাল হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর বিলকিসকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিলকিস প্রায়ই নুপুরকে তুচ্ছ কারণে নির্যাতন করতেন। সোমবার বিকেলে বেদম মারপিট করে তার গায়ে গরম পানি ছুঁড়ে দেন তিনি। এতে তার হাত, পায়ের নানা অংশ পুড়ে ও ঝলসে যায়।

তবে ব্যাপারটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করায় সাংবাদিকরা বিলম্বে খবর পান। হাসপাতালে চিকিৎসাধীণ নুপুর জানায়, বাড়িতে জলপাই সেদ্ধ করার অপরাধে ক্ষীপ্ত সৎমা বিলকিস সেই গরম পানি নুপুরের গায়ে ছুঁড়ে মারেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. সজীব কুমার সরকার জানান, গরম পানিতে নুপুরের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। এ জন্য তাকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোজাম্মেল হক রাতে জানান, অভিযোগ পাওয়া যাযনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অমিত দাশ/বিএ