শার্শায় দুই চেয়ারম্যান করোনায় আক্রান্ত
যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
ডা. ইউসুফ আলী বলেন, করোনায় আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
জামাল হোসেন/এএম/জেআইএম