ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নোয়াখালীতে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠবাষির্কী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে কেক কাটেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম।

বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুতীবরিজ স্বপনের সভাপতিত্বে উপস্থিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা যুবদলের সেক্রেটারি কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম মান্না, চৌমুহনী পৌরসভার কাউন্সিলর আবুল কালাম আযাদ, পৌর যুবদলের আহ্বায়ক জাহের হোসেন লিটন, চৌমুহনী পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সুমন, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সুফল, রসুলপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, চৌমুহনী এস এ কলেজের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজ্জাদসহ উপজেলা বিএনপি-যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন বর্তমানে অনেকে নেতা-কর্মী কারাগারে গেছেন। আগামীতেও কারাগারে যেতে প্রস্তুত রয়েছেন। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মিজানুর রহমান/বিএ