ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট বিভাগে চিকিৎসকসহ আরও ১৪৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৪:৩২ এএম, ২১ জুলাই ২০২০

সিলেটে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চলতি সপ্তাহে সিলেট বিভাগে গড়ে ১৩০ জন করে আক্রান্ত হচ্ছেন। সোমবারও দুটি ল্যাবে এ বিভাগের নতুন করে আরও ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১১৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এই ১১৫ জনের মধ্যে একাধিক চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। ২০ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এই ১৪৯ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯৬ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ১০ জন এবং সুনামগঞ্জের ৪ জন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, সোমবার ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৯ এবং সুনামগঞ্জের ১৬ জন।

এ নিয়ে সিলেট বিভাগের ৬ হাজার ৮৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩ হাজার ৬১৫, সুনামগঞ্জে ১ হাজার ৩৩৫, হবিগঞ্জে ১ হাজার ৬২ এবং মৌলভীবাজারে ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১২১ জন। এর মধ্যে সিলেটে জেলায় ৯০ জন, সুনামগঞ্জে ১৩ জন, মৌলভীবাজার ১০ জন ও হবিগঞ্জ জেলায় ৮ জন মারা গেছেন।

আর করোনা থেকে সুস্থ হয়েছেন, সিলেট বিভাগের ২ হাজার ৮০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৯১০, সুনামগঞ্জে ৯৮১, হবিগঞ্জে ৪৮১ এবং মৌলভীবাজার জেলার ৪৩৩ জন সুস্থ হয়েছেন।

ছামির মাহমুদ/এমআরএম