ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডিজেল পাচারকালে মেঘনায় আটক ৯

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাত হাজার লিটার (২৮ ব্যারেল) ডিজেল পাচারকালে ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে উপজেলার হেতনার খাল এলাকার মেঘনা নদী থেকে ওই ডিজেলসহ তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে নগদ ৮১ হাজার ৯৬৫ টাকা ও চোরাচালানির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

আটকরা হলেন, ভোলার রাধাবল্লব এলাকার আবুল কাশেম, মো. হেলাল, মো. মিরাজ, একই জেলার চরপাতা এলাকার মো. রিয়াজ, চৌকিঘাট এলাকার মো. নুর ইসলাম, দৌলতখান এলাকার মো. সেলিম, মো. ইসমাইল, মো, সিরাজ ও আবদুর রশিদ।

স্থানীয় কোস্টগার্ড সূত্রে জানা যায়, কয়েকজন চোরা কারবারি একটি সরকারি অয়েল ট্যাংকার থেকে ডিজেল চুরি করে ট্রলারযোগে ভোলার দৌলতখানে পাচার করছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৮টি ড্রামে ভর্তি ২৮ ব্যারেল ডিজেল জব্দ এবং ৯ জনকে আটক করা হয়।

রামগতি কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মহি উদ্দিন জানান, চোরাই ডিজেলসহ আটক ৯ জনকে রামগতি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

কাজল কায়েস/এআরএ/এমএস