ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২০ জুলাই ২০২০

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আফরোজা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আবু বক্কর সিদ্দিক (৬০) নামে আরও একজন। রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

করোনায় মৃত আফরোজা বেগম রাজশাহী নগরীর শালবাগান এলাকায় মোখলেসুর রহমানের স্ত্রী। আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আবু বক্কর সিদ্দিক নওগাঁর পোরশা উপজেলা ইয়াহিয়া খানের ছেলে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত আফরোজা বেগম রোববার হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে আবু বক্কর সিদ্দিক ভর্তি হয়েছিলেন গত ১৭ জুলাই। হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। দুজনের মরদেহ দাফনে অংশ নিয়েছেন কোয়ান্টাম ফাউন্টেশনের স্বেচ্ছাসেবকরা।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ