ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় জামায়াতের ৫ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক এমদাদুল হক এ আদেশ দেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্যরা হলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাজেদুর রহমান জুয়েল, সাবেক পৌর কমিশনার এরশাদুল বারী এরশাদ এবং আব্দুল কাইয়ুম।

উল্লেখ্য, দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি দেয়ার পর ২০১৩ সালের ৩ মার্চ বগুড়ায় ব্যাপক সহিংসতা হয়। জামায়াত-শিবিরের নেতৃত্বে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটে।

ওই দিন পুলিশের গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত ও অর্ধ-শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় জেলা জামায়াত-শিবিরের প্রায় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৭৫টি মামলা দায়ের করা হয়।

লিমন বাসার/এআরএ/এমএস