ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে আসামি ছিনতাই, আহত ৪ পুলিশ

প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৭ অক্টোবর ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের উপর হামলা করে মাদকসহ একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে।  

এ সময় কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান লিটনসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ মঙ্গলবার ও সোমবার রাতে ওই গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ফুল মিয়া মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তাকে কাশিয়ানী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সোমবার রাত ৮টার দিকে উপ-পরিদর্শক আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে ৪ জনের একদল পুলিশ ফলসি গ্রামে তালিকাভুক্ত আসামি বাচ্চু মোল্লার ছেলে আরিফ মোল্লাকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় পুলিশ সদস্যরা আরিফকে ফাঁড়িতে নিয়ে আসতে চাইলে একদল দুর্বৃত্ত পুলিশের উপর হঠাৎ করে হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ ও মারপিট করে।

এক পর্যায়ে আরিফ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।  আরিফ মাদকসহ একাধিক মামলার আসামি। এ ব্যাপারে ওই পুলিশ সদস্য আক্তরুজ্জামান লিটন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার পর থেকে ওই গ্রামে কিশোর থেকে বৃদ্ধ পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়েছে।  

হুমায়ূন কবীর/এসএস/আরআইপি