ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মনপুরায় আ.লীগের দু`পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ১০:১১ এএম, ২৭ অক্টোবর ২০১৫

ভোলার মনপুরায় মাছ ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু`পক্ষের মধ্যে দফায় দফায় হামলা হামলা ও ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রামনেওয়াজ নতুন ঘাট এলাকায় এ হামলার পর তা ছড়িয়ে পরে ইউনিয়নের বিভিন্ন স্থানে।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আলাউদ্দন ও ইউপি মেম্বার মো. আলমগীরসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মোস্তফা জব্বার নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অন্যদের নাম জানা যায়নি। তবে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

অমিতাভ অপু/এমএএস/এমএস