ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৭ অক্টোবর ২০১৫

মেহেরপুর সদর উপজেলার যাদবপুরে রাশেদা খাতুন নামের এক নারীকে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক টিএম মুসা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সেন্টু মিয়া (২৯), আব্দুল মান্নানের ছেলে মিয়ারুল ইসলাম (৩০) এবং একই গ্রামের জহুর আলীর ছেলে কাবিদুল হক (৩২)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৪ ফ্রেব্রুয়ারি বিকেলের দিকে সদর থানা পুলিশ যাদবপুর গ্রামের দৌলত হোসেনের ক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় রাশেদার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিহাদ প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আতিকুর রহমান টিটু/এসএস/পিআর