ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে গার্মেন্টস ও ইলেকট্রনিক্স শোরুমে ডাকাতি

প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৭ অক্টোবর ২০১৫

সাভারে একটি পোশাক কারখানা ও একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। এসময় বাধা দিতে গিয়ে আহত হয়েছে অন্তত ৮ জন । মঙ্গলবার ভোররাতে সাভারের রাজফুলবাড়ীয়ার ডেলিগেট পোষাক কারখানা এবং আবীর ইলেক্ট্রনিক্স-এ ডাকাতির এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ভোররাত ৩টার দিকে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র ডাকাত রাজফুলবাড়ীয়াস্থ ডেলিগেট পোশাক কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেধেঁ পিটুনি দেয় ডাকাতরা। এসময় ডাকাতরা মেডিকেল সেন্টারে থাকা নগদ ১০ লাখ টাকা এবং ১৫ লাখ টাকা মূল্যের বেশ কিছু মূল্যবান মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।

এদিকে রাজফুলবাড়ীয়া সংলগ্ন শোভাপুরে আবীর ইলেক্ট্রনিক্স নামের একটি শোরুমে ঢুকে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই রাতে পরপর দুটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন/জেডএইচ/পিআর