ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৭ অক্টোবর ২০১৫

মাগুরায় ৬২ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এসব সেলাই মেশিন ৪র্থ ব্যাচের নারীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রুস্তম আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ারুল ইসলাম। মাগুরা জেলা পরিষদ এর আয়োজন করে।

জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় মঙ্গলবার মাগুরায় অসহায় ও দুস্থ নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে আরও তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাচের মধ্যে এসব মেশিন বিতরণ করা হয়। জেলার গ্রাম-গঞ্জ থেকে দুস্থ নারীদের খুঁজে বের করে তাদের ১০দিনের ট্রেনিং শেষে এসব মেশিন দেয়া হয়। ফলে নারীরা ঘরে বসেই বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।

মো. আরাফাত হোসেন/এমজেড/আরআইপি