ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে জাপার দুই গ্রুপের সভা স্থগিত

প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৭ অক্টোবর ২০১৫

নীলফামারী জেলা জাতীয় পার্টি (এ) দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রকাশ্যেই মাঠে নেমেছে। মঙ্গলবারের পাল্টাপাল্টি সভা আহ্বান ঘিরে সোমবার সন্ধ্যা থেকে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শহরজুড়ে দুই গ্রুপের মাইকিং চলতে থাকে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দুটি গ্রুপ পাল্টাপাল্টি সভা স্থগিত করতে বাধ্য হয়।

নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জাগো নিউজকে জানান, জেলা জাপার সদস্য সচিব সাজ্জাদ পারভেজ এবং জেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলীর নেতৃত্বে জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আব্দুল হান্নানসহ বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তাদের একই স্থানে পাল্টাপাল্টি সভা স্থগিত করে দেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার জেলা জাতীয় পাটি ও বৃহস্পতিবার জেলা ছাত্রসমাজ তাদের দলীয় সভার আয়োজন করবে।

সূত্র মতে, মঙ্গলবার বেলা ৩ টায় জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ বর্ধিত সভার আহ্বান করেন। এতে জেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা কমিটির আহ্বায়ক বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী। একই সঙ্গে ওই দলীয় কার্যালয়ে জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আব্দুল হান্নানও একই দিন একই সময়ে সভা আহ্বান করে মাইকিং করতে থাকে।

সোমবার বিকেলে জাপা অফিসে বৈঠক করে অপর গ্রুপের জেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী ও অপর যুগ্ম আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। তাদের সঙ্গে যোগ দেয় আবার জেলা ছাত্র সমাজ।

এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ জাগো নিউজকে বলেন, আগামী ডিসেম্বরে কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ওই কর্মীসভা আহ্বান করা হয়। কিন্তু একটি পক্ষ একই দিন একই সময় ছাত্রসমাজকে দিয়ে সভা ডেকে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করেছে।

এদিকে জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে মঙ্গলবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ে সভার আহ্বান করা হয়েছিল।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী এমপি জাগো নিউজকে বলেন, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আগামী ডিসেম্বরে জেলা কমিটি করতে হবে। আমি তাদের সঙ্গে কথা বলেছি।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর