ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে হোটেল খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৪ জুলাই ২০২০

সিলেটে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে হোটেল-রেস্টুরেন্টগুলো খোলা রাখতে ইতিবাচক সম্মতি দিয়েছে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। করোনাভাইরাসের কারণে হোটেল, রেস্টুরেন্ট মালিকদের ক্ষতি বিবেচনা করে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সাথে আলাপের পর এই সম্মতি দেন জেলা প্রশাসক।

জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে যাওয়া-আসা করতে হবে। সকল হোটেল ও রেস্টুরেন্টের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে, রেস্টুরেন্ট বা খাবারের দোকানে কোনো প্রকার আড্ডা জমানো যাবে না না। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত সবক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিলেট নগরে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। বর্তমানেও সিলেট জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। কিন্তু এ পরিস্থিতিতেও রেস্টুরেন্ট শ্রমিকদের রক্ষায় হোটেল-রেস্তোরাঁ খুলে দিল প্রশাসন।

ছামির মাহমুদ/এমআরএম