ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় মানবেতর জীবন, থালা হাতে সড়কে মিছিল

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৩ জুলাই ২০২০

করোনাভাইরাসের কারণে প্রায় ৪ মাস ধরে কর্মহীন হোটেল শ্রমিকরা। এ পরিস্থিতিতে বকেয়া বেতন ভাতা, সরকারি ত্রাণ এবং আর্থিক সহযোগিতার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভুখা মিছিল বের হয়।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় মিছিলটি নগরের তালতলা থেকে শুরু হয়ে সুরমা পয়েন্টে হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন শ্রমিকরা।

সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায় সভায় শ্রমিক নেতারা বলেন, ‘কর্মহীন হোটেল শ্রমিকরা বিগত ৪ মাস যাবত অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সিলেট জেলা প্রশাসক বরাবর একাধিকবার সরকারি সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতার আবেদন করেও কোনো আশ্বাস না পেয়ে ক্ষুধার জ্বালায় আজ রাজপথে থালা হাতে নামতে আমরা বাধ্য হয়েছি।’

বক্তারা আরও বলেন, ‘সিলেট জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা করোনাকালীন সময়ে শ্রমিকের কোনো খোঁজখবর নিচ্ছেন না। নগরের জেলরোডের পানশি ইন রেস্টুরেট কোনো কারণ না দেখিয়েই ৯ শ্রমিককে ৪ মাসের বেতন ভাতা ছাড়াই ছাঁটাই করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইউসুফ জামিল, মুজ্জামেল আলী, মহানগর কমিটির সহসভাপতি হারুন রশিদ মিয়া, চাইনিজ রেস্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমদ, নগর মহিলা কমিটির সভাপতি লিলি বেগম, সাধারণ সম্পাদক রিনা খাতুন, উপদেষ্টা রুবি বেগম, শাহ পারান থানা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক নবীর হোসেন আকাশ, শ্রমিক নেতা রনি তালুকদার নান্নু মিয়া প্রমুখ।

ছামির মাহমুদ/এফআর