ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে চিকিৎসকসহ আরও ৩২ জনের করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১১:১০ পিএম, ১১ জুলাই ২০২০

সিলেটে চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নতুন করে আরও ৩২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়। রাত সোয়া ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের একজন, বিশ্বনাথের একজন, দক্ষিণ সুরমার একজন ও হাসপাতালে চিকিৎসাধীন একজন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে দুজন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যও রয়েছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪ জনে। আর এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৯ জন। করোনা জয় করে সুস্থ হয়েছেন ৬৫৯ জন।

ছামির মাহমুদ/এফআর