ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা : মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

কুমিল্লার দাউদকান্দিতে মাদক বিক্রিতে বাধা দেয়ার জের ধরে স্থানীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

হামলার প্রতিবাদে সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত পৌনে ৮টায় দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাদক বিক্রিতে বাধা দেয়ার জের ধরে স্থানীয় বাশরা গ্রামের সৈয়দ আলী ও সবুজসহ তাদের সহযোগিরা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাছান বাকীর উপর সোমবার দুপুরে হামলা চালায়। এতে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে।

হামলার খবর পেয়ে বিকেলে উপজেলা ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন মিয়াজী ও যুবলীগ  নেতা বিল্লালুর রশিদ দোলনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ইলিয়টগঞ্জ বাজারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত পৌনে ৮টায় গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ জানান, ছাত্রলীগ নেতা কামরুল হাসানের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

কামাল উদ্দিন/এমএএস/এমএস