ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনার রেড জোন ছাড়া সব এলাকার দোকানপাট খুলছে

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৫:০১ এএম, ০৯ জুলাই ২০২০

খুলনার রেড জোন ঘোষিত এলাকা ব্যতীত সব স্থানে আজ (বৃহস্পতিবার) থেকে দোকান ও শপিংমল খোলার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে যানবাহন ও জনসাধারণের চলাচলের ওপর বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রেড জোন এলাকা ব্যতীত খুলনা জেলা ও মহানগরীর অন্যান্য এলাকার দোকানপাট ও শপিংমল সংশ্লিষ্ট মার্কেট কমিটি কর্তৃক নির্ধারিত বন্ধের দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিম্নোক্ত শর্ত প্রতিপালনপূর্বক খোলা থাকবে।

১. প্রতিটি শপিংমল ও শো-রুম/দোকানে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

২. মাস্ক পরিধান ছাড়া কোনো ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবে না। সকল বিক্রেতা/দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩. হাটবাজার দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পারিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

৪. শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি শপিংমলে সতর্কবাণী স্বাস্থ্যবিধি না মানলে মৃতুঝুঁকি আছে সম্বলিত ব্যানার টানাতে হবে।

৫. যথাযথাভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মার্কেটের সামনে ও ভেতরে মার্কিং করতে হবে। সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে।

আলমগীর হান্নান/বিএ