ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হটস্পট কুমিল্লায় আরও তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৭ জুলাই ২০২০

হটস্পট কুমিল্লায় নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমণে সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৬ জনে। নতুন করে আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা এখন ১১১ জনে দাঁড়াল। বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশনে ১২ জন, বরুড়ায় চারজন, লাকসামে আটজন, বুড়িচংয়ে ও লালমাইতে একজন করে, আদর্শ সদরে তিনজন, হোমনায় সাতজন, দেবিদ্বারে আটজন, তিতাসে দুইজন, চৌদ্দগ্রামে নয়জন, মুরাদনগরে দুইজন ও নাঙ্গলকোটে চারজন।

এখন পর্যন্ত ২০ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফল এসেছে ২০ হাজার ৬৩ জনের। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৮৬ জনের। নতুন করে মহানগরী, হোমনা ও নাঙ্গলকোটে তিনজনসহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১১১ জন। নতুন ১০৪ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৮ জন।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস