রাজশাহীতে করোনা আক্রান্ত সাত হাজার পার
রাজশাহী বিভাগে নতুন করে ২৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন তিনজন। নতুন করে সুস্থ হয়েছেন ১৫৫ জন।
এ পর্যন্ত বিভাগে ৯৮ জনের প্রাণ কেড়েছে করোনা। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫ জন। সোমবার (০৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে তিনজনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে রাজশাহীতে দুইজন এবং বগুড়ায় একজন। একই দিনই করোনা সংক্রমণ ধরা পড়েছে ২৯৮ জনের। এর মধ্যে পাবনায় ১১০ জন, রাজশাহীতে ৮৯ জন, বগুড়ায় ৬৮ জন, নওগাঁয় ২৫ জন এবং নাটোরে ছয়জন।
গত ২৪ ঘণ্টায় ১৫৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৮৬ জন, নওগাঁয় ৪৩ জন, রাজশাহীতে নয়জন, পাবনা এবং নাটোরে ছয়জন করে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রাজশাহী বিভাগে সর্বোচ্চ করোনার সংক্রমণ ধরা পড়েছে বগুড়ায় তিন হাজার ২৭৫ জনের।
এছাড়া রাজশাহীতে এক হাজার ১৭৪ জন, সিরাজগঞ্জে ৬২৭ জন, নওগাঁয় ৫৮৪ জন, পাবনায় ৫৮৪ জন, জয়পুরহাটে ৪৪৫ জন, নাটোরে ২৫০ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে বগুড়ায় ৬২ জনের। এছাড়া রাজশাহীতে ১২ জন, পাবনায় আটজন, সিরাজগঞ্জে আটজন, নওগাঁয় সাতজন এবং নাটোরে একজনের প্রাণ নিয়েছে করোনা। তবে চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে করোনায় এখনো কারও মৃত্যু হয়নি।
এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ করোনা রোগী সুস্থ হয়েছে বগুড়ায় এক হাজার ২৩ জন। এছাড়া নওগাঁয় ৩৮৬ জন, রাজশাহীতে ১৬৫ জন, জয়পুরহাটে ১৫৬ জন, পাবনায় ১৫৫ জন, নাটোরে ৮২ জন, সিরাজগঞ্জে ৬৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৬১ জন করোনাজয় করেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ