ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় একদিনে ৯০ জন আক্রান্ত, মৃত্যু দুইজনের

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৫ জুলাই ২০২০

খুলনায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২৫ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯২ জন। এদের মধ্যে দুইজনের ফলোআপ রিপোর্ট, বাকি ৯০ জনই নতুন শনাক্ত। জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। সুস্থ হয়েছেন ৪৭৪ জন।

এদিকে, রোববার (০৫ জুলাই) করোনার উপসর্গ নিয়ে খুলনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, রোববার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে খুলনার নমুনা ছিল ২৫৮টি। এদের মধ্যে মোট ১০০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৯২ জন খুলনা জেলা ও মহানগরীর। তাদের মধ্যে ৯০ জনই নতুন শনাক্ত, বাকি দুইজনের ফলোআপ রিপোর্ট। এছাড়া বাগেরহাটে পাঁচজন, যশোরে দুইজন ও নড়াইলে একজন রয়েছেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, রোববার সকাল পর্যন্ত খুলনায় আক্রান্ত ছিলেন ২ হাজার ৪৩৫ জন। সন্ধ্যায় নতুন ৯০ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২৫ জনে। এদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৭৪ জন। খুলনায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ৯২৫ জন মহানগরীর। বাকিরা অন্যান্য উপজেলার। জেলায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫৯৬ জন পুরুষ, ৭০৭ জন নারী ও ১৩২ জন শিশু।

খুলনায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুইজন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাসিন্দা। রোববার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে অপু (৩৪) ও নৈহাটি গ্রামের আলী আকবর শেখের স্ত্রী আমেনা বেগম (৭৫)।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ