ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কামারুজ্জামানের ফাঁসির রায়ে শেরপুরে স্বস্তি

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৩ নভেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন শেরপুরের মুক্তিযোদ্ধা ও কামারুজ্জামানের নির্যাতনে নিহত শহীদ পরিবারের সদস্যরা।

তারা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানিয়েছেন। একাত্তরে শেরপুরের যেসব এলাকায় কামারুজ্জামানের নেতেৃত্বে ও নির্দেশে জ্বালাও-পোড়াও, লুটপাট ও গণহত্যাসহ বিভিন্ন অপকর্ম হয়েছে সেসব নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শীরাও কামারুজ্জামানের রায়ের অপেক্ষায় দিন গুনছিলেন ।

সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রাম, শহরের শেরি ব্রিজ এলাকা, নয়আনী বাজারের সুরেন্দ্র মোহনের বাড়ি, ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর, জৎপুর, নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর স্বজনহারা মানুষ কামারুজ্জামানের ফাঁসির রায়ের কথা শুনে দুঃসহ স্মৃতি হাতড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এ রায় বহালের ব্যাপারে জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আক্তারুজ্জামান জানান, ‘কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হলো বলে আমরা মনে করি।’