সিলেটের ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত
সিলেটে তিন চিকিৎসকসহ আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এ ২৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৭ জনের নতুন করে ও দুইজনের ফলোআপ করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ২৯ জনের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২৬ জন, বালাগঞ্জের দুইজন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন।
সর্বশেষ শনিবার (৪ জুলাই) হবিগঞ্জের ৩৭ জন আর সিলেটের ২৭ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১০৪ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭৬১, সুনামগঞ্জে ১ হাজার ৬২, হবিগঞ্জে ৭৫৯ এবং মৌলভীবাজারে ৫২২ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। এর মধ্যে সিলেটে ৬৬, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন ও মৌলভীবাজারে পাঁচজন। এ বিভাগে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়েছেন এক হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৯১, সুনামগঞ্জে ৫৭৫, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ২৬৪ জন।
ছামির মাহমুদ/এএম/এমএসএইচ