ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৩  

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৪ জুলাই ২০২০

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুমেকের ল্যাবে নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৫১টি। তাদের মধ্যে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৮৫ জন। এছাড়াও বাগেরহাটের পাঁচ, যশোরের দুইজন ও সাতক্ষীরার একজন রয়েছেন।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৬৪ জন। তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৩৯ জন।

আলমগীর হান্নান/এএইচ