ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে ফিরে বাবা-ছেলে করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৩ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতফেরত বাংলাদেশি বাবা-ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ বাবা-ছেলে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশকে জানিয়েছে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।

আক্রান্ত বাবার বয়স ৫৬ ও ছেলের বয়স ২৩ বছর। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম কদুরখিল এলাকায়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আটজন গত বুধবার (০১ জুলাই) দেশে ফেরেন। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর নিয়ম অনুযায়ী তাদেরকে চেকপোস্ট থেকে সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়।

ওই বাংলাদেশিরা করোনাভাইরাস পরীক্ষার জন্য ত্রিপুরা রাজ্যের আগরতলার শহরের সরকারি হাসপাতালে নমুনা দিয়ে এসেছিলেন। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদের জানানোর পর আমরা আমাদের ঊর্ধ্বতনদের অবগত করেছি।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে জানাব।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম