ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিভাগে আক্রান্তদের অর্ধেকই খুলনা জেলার, শনাক্ত আরও ১৬১

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:১৬ এএম, ০৩ জুলাই ২০২০

বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের মধ্যে শীর্ষে অবস্থান করছে খুলনা জেলা। ১০ জেলার মধ্যে এখন পর্যন্ত খুলনায় শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারেরও বেশি। যেখানে অন্যান্য জেলার কোনোটিতে এক হাজার রোগী এখনও শনাক্ত হয়নি। সেখানে শুধু খুলনা মহানগরীতেই শনাক্ত রোগীর সংখ্যা দেড় হাজারের বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার ল্যাবে আরও ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট, বাকি ১৫৮ জনই নতুন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ৩৫৬টি। এদের মধ্যে মোট ১৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ১৫৫ জন খুলনা জেলা ও মহানগরীর। খুলনায় শনাক্তদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট, বাকি ১৫২ জন নতুন। এছাড়াও বাগেরহাট জেলার দুইজন, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার একজন করে রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এখন পর্যন্ত দুই হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৬২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, বিভাগে শীর্ষে অবস্থান করছে খুলনা। জেলায় এখন পর্যন্ত দুই হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে ১৯৭ জন, চুয়াডাঙ্গায় ২৩০ জন, যশোরে ৭০৮ জন, ঝিনাইদহে ২৩৬ জন, কুষ্টিয়ায় ৬৫২ জন, মাগুরায় ১৪৮ জন, মেহেরপুরে ৮০ জন, নড়াইলে ২২২ জন ও সাতক্ষীরায় ১৮৫ জন রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৬৬৬ জন। বাকিদের মধ্যে দাকোপে ৫১ জন, বটিয়াঘাটায় ২৬ জন, রূপসায় ১০০ জন, তেরখাদায় ৩১ জন, দিঘলিয়ায় ৬৩ জন, ফুলতলায় ৯০ জন, ডুমুরিয়ায় ৪৭ জন, পাইকগাছায় ৩৪ জন ও কয়রায় ১৫ জন রয়েছেন।

আলমগীর হান্নান/বিএ