ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাস : ইমেরিটাস অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০২ জুলাই ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল ইসলামের (৮২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অবসরে যান। তিনি রাজশাহী নগরীর কাজীহাটা এলাকার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মারা যান রামপদ (৬০) নামের এক ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে রাজশাহী হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। মৃত রামপদ চারঘাট উপজেলার মৃত রাসুপদের ছেলে।

করোনার উপসর্গ নিয়ে তিনি বুধবার বিকেলে রামেক হাসপাতালে আসেন। এরপর থেকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ড ভর্তি ছিলেন। বুধবার রাত ১১টার দিকে সেখানেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ নিয়ে অধ্যাপকসহ দুজন মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা রামপদের মরদেহ সৎকার করে। বিকেলে অধ্যাপকের মরদেহ দাফন করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম