ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে তিন প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

রাজশাহীতে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, আদালত পরিচালনাকালে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসন, বিএসটিআই ও র‌্যাব-৫ এর সমন্বয়ে মহানগরীর বিসিক শিল্প নগরী, পবা এবং মোহনপুর উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় গুণগত মানসনদ না থাকা, অস্বাস্থকর পরিবেশে পাউরুটি, কেক, চানাচুর ও বিস্কুট তৈরি এবং বাজারজাতকরণের অপরাধে বিসিক শিল্প এলাকার মেসার্স রুচিতা ফুড ইন্ডাস্ট্রিজ, পবার নওহাটার এলাকার মেসার্স তাজ বেকারি এবং মোহনপুরের কেশরহাট এলাকার মেসার্স ভাই ভাই বেকারিকে ‘বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫’ অনুযায়ী এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহরিয়ার অনতু/বিএ