ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাশকতার মামলা : যুবদল ও ছাত্রদলের ৯ নেতা কারাগারে

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জে চারটি নাশকতার মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ওই ৯ নেতা নারায়ণগঞ্জ বিশেষ ট্র্যাইব্যুনাল-১ এর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সৈয়দ এনায়েত হোসেন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
৯ জন হলো নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও রানা মুজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রশো, যুবদল নেতা মাহাবুব হাসান জুলহাস, ছাত্রদল নেতা রাফিউদ্দিন আহমেদ।
 
আসামিদের আইনজীবী অ্যাডভোকেট সরকার বোরহানউদ্দিন জাগো নিউজকে জানান, গত ৫ জানুয়ারির পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নাশকতার বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

রোববার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
শাহাদাৎ হোসেন/এমএএস/এমএস