ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনা সড়কে রোপণ করা হলো ৬শ গাছের চারা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০১ জুলাই ২০২০

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নির্দেশে শিবচরের শেখ হাসিনা সড়কের পাশে প্রায় ৬শ গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার সকালে শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসের তোতা খানের অর্থায়নে এ বৃক্ষরোপণ করা হয়।

এ সময় শেখ হাসিনা সড়কের উভয় পাশে কৃষ্ণচুরা, কাঞ্চন, অর্জুন, জারুল, নিম, কনকচাপা, চেরী, গামারী, আকাশমনি, কদম, শিল কড়াই, মেহেগনীসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন অতিথিরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোতা খান, সাধারণ সম্পাদক শংকর ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইলিয়াস পাশা প্রমুখ।

নাসিরুল হক/এফএ/এমকেএইচ