ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মা-বোনকে খুঁজছেন রিফাত

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ৩০ জুন ২০২০

মা ময়না বেগম, বোন মুক্তা আক্তার ও বন্ধু রিপনকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রিফাত আহমেদ। সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে লঞ্চটি যখন সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছাকাছি পৌঁছে তখন হুইসেল বেজে ওঠে। রিফাত, তার মা ও বোন লঞ্চ থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় রিপন লঞ্চের ছাদে ছিলেন।

হঠাৎ করে সদরঘাটের শ্যামবাজার পয়েন্টে ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চটি। লঞ্চডুবির ঘটনার মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন ওই লঞ্চে থাকা রিফাত। কীভাবে এত বড় ঘটনা ঘটেছে তা নিজের চোখে দেখেছেন তিনি।

‘হঠাৎ করে একটি লঞ্চ আমাদের লঞ্চকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে আমাদের লঞ্চটি উল্টে যায়। এ সময় মায়ের হাত ধরার চেষ্টা করি। কিন্তু পারিনি। মায়ের হাত ধরতে গিয়ে প্রচণ্ড আঘাত পাই আমি। কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকার দেখতে শুরু করি। আমাদের লঞ্চ ডুবে যাচ্ছে। পানিতে হাবুডুবু খাচ্ছি। যত গভীরে যাচ্ছে লঞ্চ ততই আমার দম বের হয়ে যাচ্ছিল। এরপর চারদিকে পানি ছাড়া আর কিছুই দেখিনি’ জাগো নিউজকে বলছিলেন রিফাত আহমেদ।

রিফাত বলেন, লঞ্চ ডুবে যাওয়ার কিছুক্ষণ পরই পানিতে ভেসে উঠি আমি। এরপর সাঁতরে নদীর কূলে যাই। নদীর কূলে পানিতে দাঁড়িয়ে মা ও বোনের জন্য অপেক্ষা করতে থাকি। ভেবেছিলাম তারাও ভেসে উঠবে। এভাবে কেটে যায় ১০-১৫ মিনিট। কিন্তু ততক্ষণেও আমার মা-বোনের দেখা পাইনি। এর কয়েক মিনিট পর আমার মায়ের হাতে থাকা ব্যাগ পানিতে ভেসে ওঠে। মায়ের ব্যাগ পানিতে ভেসে উঠতে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি ঘটেছে আমি জানি না।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানায়, লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ হন। এর মধ্যে অজ্ঞান অবস্থায় রিফাতকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। তবে রিফাতের মা ও বোনের সন্ধান মেলেনি।

খোঁজ নিয়ে জানা যায়, রিফাত আহমেদের বাবা মালয়েশিয়ায় থাকেন। তবে বাবার সঙ্গে রিফাতের পরিবারের যোগাযোগ নেই। পাঁচ বছর ধরে বাবার কাছ থেকে দূরে রয়েছেন রিফাত ও তার বোন। দুই সন্তানকে নিয়ে আলাদা থাকছেন রিফাতের মা। রিফাতের মা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

jagonews24

রিফাত এসএসসি পাস করার পর অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি। পরে একটি জুতার দোকানে কাজ করে মায়ের পাশাপাশি সংসারের হাল ধরেন। তার উপার্জনের টাকা দিয়ে মা ও ছোট বোনকে নিয়ে পুরান ঢাকায় ভাড়া বাসায় থাকেন। কিছুদিন আগে মা আর বোনকে নিয়ে ঢাকা থেকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আমতলী এলাকায় নানা রাজ্জাক শেখের বাসায় বেড়াতে যান রিফাত।

নানা বাড়িতে বসে রিফাতের মা বলেছিলেন, এবার ঢাকায় ফিরে ছেলের জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করবেন। যাতে ছেলের ভবিষ্যতে কষ্ট না করতে হয়। তাই ছেলের স্বপ্ন পূরণে ঢাকা ফিরছিলেন মা। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে ডুবে গেল বুড়িগঙ্গা নদীর পানিতে। মা-বোনকে হারিয়ে চিরতরে একা হয়ে গেলেন বাবাহারা রিফাত।

রিফাত আহমেদ বলেন, আমার আম্মার স্বপ্ন ছিল আমি যেন ভালো একটা চাকরি করি। চাকরির পাশাপাশি আমি যেন উচ্চশিক্ষাও গ্রহণ করি। আমার বোনও লেখাপড়া করে। করোনার কারণে আমরা ঢাকা থেকে গ্রামে যাই। আমার আম্মু সবসময় বলতেন ভালো মানুষ হও। আম্মুর কথার অবাধ্য হইনি কখনও। এখন আমার আম্মু কোথায় হারিয়ে গেল? আমার বোন মুক্তা কোথায়? চিরতরে একা হয়ে গেলাম আমি।

রিফাত বলেন, ময়ূর লঞ্চের খামখেয়ালিপনায় আজ আমি মাকে হারালাম, বোনকে হারালাম। আমার মা-বোন এখন কেবলই ছবি। আমার পরিবার শেষ। সবকিছু তছনছ হয়ে গেল। কে করবে এর বিচার? আমি ওই লঞ্চ মালিকের কঠিন শাস্তি চাই।

এএম/এমকেএইচ

টাইমলাইন

  1. ০৩:১৬ পিএম, ১৪ জুলাই ২০২০ ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসার তিন দিনের রিমান্ডে
  2. ০২:৪৬ পিএম, ০৯ জুলাই ২০২০ ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক ৩ দিনের রিমান্ডে
  3. ১০:০৭ এএম, ০৯ জুলাই ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ এর মালিক গ্রেফতার
  4. ১০:১৩ পিএম, ৩০ জুন ২০২০ বাড়ি ফিরে বাজার করে দেবে বলেছিলেন বাবা, আর ফিরে এলেন না
  5. ০৯:৩০ পিএম, ৩০ জুন ২০২০ মা-বোনকে খুঁজছেন রিফাত
  6. ০৮:১২ পিএম, ৩০ জুন ২০২০ লঞ্চ দুর্ঘটনার আসামিরা দুষ্টুপ্রকৃতির, পেরে ওঠে না রাষ্ট্রপক্ষ!
  7. ০৬:৩৬ পিএম, ৩০ জুন ২০২০ বুড়িগঙ্গায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার, মোট ৩৪
  8. ০৫:৩৩ পিএম, ৩০ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
  9. ০৪:২৮ পিএম, ৩০ জুন ২০২০ ডুবে যাওয়া লঞ্চের মালিকেরও হদিস নেই
  10. ০১:৪৩ পিএম, ৩০ জুন ২০২০ মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন সুমন বেপারী
  11. ০১:২১ পিএম, ৩০ জুন ২০২০ আরও এক কিশোরের মরদেহ উদ্ধার, মোট ৩৩
  12. ০১:০১ পিএম, ৩০ জুন ২০২০ লঞ্চ তোলা হচ্ছে, পুরোপুরি তোলার পর আবারও উদ্ধার অভিযান
  13. ১২:১৩ পিএম, ৩০ জুন ২০২০ লঞ্চ দুর্ঘটনা : মূল মাস্টার না, শিক্ষানবিশ চালাচ্ছিলেন ময়ূর
  14. ১১:২৯ এএম, ৩০ জুন ২০২০ ময়ূর-২ লঞ্চ মালিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে অভিযান চলছে
  15. ০৯:১৭ এএম, ৩০ জুন ২০২০ যেন মায়ের দোয়াতেই ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফিরলেন সুমন
  16. ০৮:৫৩ এএম, ৩০ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : অভিযান অব্যাহত, ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন
  17. ০৮:৩৩ এএম, ৩০ জুন ২০২০ স্বজনহারা মীরকাদিম, বাড়ি বাড়ি শোকের মাতম
  18. ১২:৩৪ এএম, ৩০ জুন ২০২০ উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ
  19. ১২:০১ এএম, ৩০ জুন ২০২০ যেভাবে বুড়িগঙ্গার তলদেশে ১২ ঘণ্টা বেঁচে থাকলেন সুমন
  20. ১০:৩৭ পিএম, ২৯ জুন ২০২০ ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার এক ব্যক্তি
  21. ০৯:৫৬ পিএম, ২৯ জুন ২০২০ ডাক্তার দেখাতে গিয়ে একই পরিবারের তিনজন লাশ
  22. ০৯:৩৫ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে ইলিয়াস কাঞ্চনের শোক
  23. ০৯:৩৩ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চডুবির সময় শিশুসন্তানকে আঁচলে বাঁধলেন মা
  24. ০৯:২৫ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : পরিচয় মিলেছে নিহতদের
  25. ০৯:০০ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চ মালিক-চালক দায় এড়াতে পারে না : শাজাহান খান
  26. ০৮:৪৫ পিএম, ২৯ জুন ২০২০ এটি দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড : নৌপরিবহন প্রতিমন্ত্রী
  27. ০৫:৫৯ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
  28. ০৪:৪০ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ফখরুলের শোক
  29. ০৪:৩৬ পিএম, ২৯ জুন ২০২০ পোস্তগোলা ব্রিজের নিচে আটকে গেল উদ্ধার করতে আসা জাহাজও
  30. ০৪:২৪ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার
  31. ০৩:২৬ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : একের পর এক নিষ্প্রাণ দেহ উঠে আসছে
  32. ০৩:১৬ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় এসে বড় ভাইয়ের লাশ পেলেন পরশ
  33. ০২:৩৯ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : জীবিত উদ্ধার হওয়া যাত্রীর বর্ণনা
  34. ০২:২৫ পিএম, ২৯ জুন ২০২০ লাশবাহী নৌকার চারপাশে ছোট নৌকার ভিড়, উদ্ধার কাজে সমস্যা
  35. ০২:০৯ পিএম, ২৯ জুন ২০২০ ছেলেকে না পেয়ে পাগল হয়ে ঘুরছেন মা
  36. ০২:০৩ পিএম, ২৯ জুন ২০২০ উদ্ধার তৎপরতার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী
  37. ০১:৫৯ পিএম, ২৯ জুন ২০২০ কেউ প্রিয়জনের লাশ পেয়ে কাঁদছেন, অনেকে না পেয়ে
  38. ০১:৫২ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটি গঠন
  39. ০১:৪৩ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চডুবিতে দোষীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি ন্যাপের
  40. ০১:৩১ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৩২ জনের মরদেহ উদ্ধার
  41. ০১:০৮ পিএম, ২৯ জুন ২০২০ মাঝ নদীতে স্বজনদের আহাজারি
  42. ১২:৪৮ পিএম, ২৯ জুন ২০২০ ‘জানালা দিয়ে আমি বের হইছি, দুই মামা বের হতে পারে নাই’
  43. ১২:৪১ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার
  44. ১১:৪৩ এএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১৭ জনের মরদেহ উদ্ধার
  45. ১১:০৬ এএম, ২৯ জুন ২০২০ চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি
  46. ১০:৫৬ এএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি, নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ
  47. ১০:২০ এএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, উদ্ধার তৎপরতা চলছে