ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিপৎসীমার ২০ সে.মি. ওপরে পদ্মার পানি, ডুবছে ফসল

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ৩০ জুন ২০২০

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে জেলার মহেন্দ্রপুর ও সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম শেখ এসব তথ্য জানান।

তিনি জানান, পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সদরের মহেন্দ্রপুর ও পাংশা সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে এখনও পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ জেলার নদী তীরবর্তী ফসলি জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো বসতবাড়িতে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি।

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কী পরিমাণ কৃষি জমিতে পানি উঠেছে তা এখন নিরূপণ করতে পারেনি জেলা কৃষি বিভাগ। তবে উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো বাড়িতে পানি ওঠেনি। তবে তার ইউনিয়নের কাউলজানি, বেতকা ও রাখালগাছি চরে ফসলের মাঠে পানি উঠেছে।

রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ