মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত জয়নাল আবেদীন গাংনী উপজেলার বামুন্দী গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল ইসলাম।
ডা. এম রিয়াজুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে জয়নাল আবেদীন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আগে থেকেই তিনি অ্যাজমায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে তিনি মারা যান। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল নমুনা সংগ্রহ করেছে তার। রিপোর্ট আসার পরই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
আসিফ ইকবাল/এএম/এমকেএইচ