ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন শিক্ষক

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩০ জুন ২০২০

পটুয়াখালীর দশমিনায় করোনাভাইরাসের উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে আলহাজ মোসলেম উদ্দিন মাস্টার (৬৬) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলহাজ মোসলেম উদ্দিন মাস্টার উপজেলার আলীপুরা ইউনিয়নের বাসিন্দা। তিনি পশ্চিম আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, মোসলেম স্যার শনিবার (২৭ জুন) করোনার নমুনা দিয়েছেন। নমুনা দেয়ার পর তিনি বাসায় হোম কোয়ারান্টাইনে ছিলেন। তার করোনার রিপোর্ট এখনও আসেনি।

দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, শ্বাসকষ্ট নিয়ে মোসলেম উদ্দিন নামে একজন সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টায় হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/আরএআর/পিআর