রাজশাহীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
রাজশাহীতে প্রাণঘাতী করোনায় আসাদুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
আসাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা নিয়ে তার বাবা রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে আসাদুলের মরদেহ দাফনে কোয়ান্টাম ফাউন্ডেশনকে নির্দেশ দেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর