ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যেন মায়ের দোয়াতেই ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফিরলেন সুমন

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৯:১৭ এএম, ৩০ জুন ২০২০

রাজধানীর বাদামতলীর ফল ব্যাবসায়ী মো. সুমন বেপারী। বড় ভাইদের সুবাদে ছোট থেকেই ফল ব্যবসার সঙ্গে যুক্ত হন। তবে মুন্সীগঞ্জের নাড়ির টান তাকে তাড়া করে প্রতিনিয়তই। তাই ব্যবসার খাতিরে ঢাকায় সপ্তাহে তিন দিন থাকলেও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আব্দুল্লাহপুরে নিজ বাড়িতে থাকেন চারদিন।

আট ভাই ও এক বোনের সংসারে বাবা ফজল বেপারী মারা যান ৬ বছর আগে। এ সময় তিনি বিদেশে ছিলেন কর্মের তাগিদে। দেশে ফিরে সত্তরোর্ধ্ব মা আমেনা খাতুনকে নিয়ে নিজ বাড়িতেই আলাদা থাকেন তিনি। অন্যান্য ভাই বোন সকলেই যার যার সংসার নিয়ে আলাদা।

প্রতিদিনের মতোই সোমবার সকালে ফজরের নামাজ শেষে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মীরকাদিম লঞ্চ ঘাটের উদ্দেশে রওনা হন তিনি। ঘাটে এসে মর্নিং বার্ড লঞ্চে উঠে যাত্রা করেন সদরঘাটের উদ্দেশে। কিন্তু পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাকে। রাজধানীর শ্যামবাজার এলাকার কাছাকাছি এলে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের তিন তলা একটি লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয়। এ সময় লঞ্চটি উল্টে গেলে লঞ্চের সঙ্গে সঙ্গে তিনিও তলিয়ে যান।

ঘটনাস্থলে সারাদিন খোঁজাখুঁজি শেষে চাচাকে না পেয়ে ক্লান্ত শরীরে হতাশা নিয়ে বাড়ি ফেরেন সুমন বেপারীর ভাতিজা সাকিব বেপারী। তিনি জানান, সকালে টেলিভিশনে ব্রেকিং নিউজে লঞ্চডুবির সংবাদ পেয়ে চাচার মোবাইলে ফোন দিই। কারণ ওই লঞ্চে চাচার ঢাকায় যাওয়ার কথা। তার ফোন বন্ধ পেয়ে ছুটে যাই শ্যামবাজারের বুড়িগঙ্গার তীরে। সারাদিন খোঁজ করে কোনো হদিস না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে আসি। রাত ১০টায় একটি টিভি চ্যানেলে ১২ ঘণ্টা পর জীবিত এক জনের সংবাদ দেখতে পাই। নিউজটি দেখে নিশ্চিত হই ওই জীবিত ব্যক্তিই আমার ছোট চাচা সুমন বেপারী। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। এখন তিনি মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

সুমন বেপারীর মা আমেনা খাতুন ছেলের জীবিত উদ্ধার হওয়ার সংবাদ পেয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। যেন মায়ের দোয়াতেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন তিনি। এ সময় সুমন বেপারীর মা নিহতদের পরিবারের এই শোক সহ্য করা ক্ষমতা প্রদানের জন্য প্রার্থনা করেন।

দীর্ঘ ১২ ঘণ্টা পর ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ভেতর থেকে সোমবার রাত ১০টার দিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সুমন বেপারীকে। ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করছিলেন তখন লঞ্চটির একাংশ ওপরে উঠে আসলেই সুমন বেপারী লঞ্চ থেকে বেরিয়ে আসেন। ডুবুরিরা তাৎক্ষণিকভাবে তাকে লাইফ জ্যাকেটে ঢেকে এবং শরীর মেসেজ করে তার শরীর গরম করার চেষ্টা করেন। এরপর সুমন বেপারী চোখ মেলে তাকান।

কোস্টগার্ড ও নেভির কর্মকর্তারা জানান, তারা যখন উদ্ধার হওয়া ব্যক্তিটিকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তিনি চোখের ইশারায় কথার জবাব দেয়ার চেষ্টা করছিলেন। তবে দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় তার শরীরের তাপমাত্রা নেমে গিয়েছিল।

পানির নিচে তলিয়ে গেলেও ওই ব্যক্তি কীভাবে বেঁচে গেলেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি যেখানে আটকা পড়েছিলেন সেখানে হয়তো সেভাবে পানি প্রবেশ করেনি। আর যখন টিউবের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় লঞ্চটি তোলার চেষ্টা করা হচ্ছিল তখন লঞ্চটি সামান্য ভেসে ওঠার পর ওই ব্যক্তি নিজের প্রচেষ্টায় বেরিয়ে আসেন এবং উদ্ধার কর্মীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নৌকায় তোলেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

টাইমলাইন

  1. ০৩:১৬ পিএম, ১৪ জুলাই ২০২০ ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসার তিন দিনের রিমান্ডে
  2. ০২:৪৬ পিএম, ০৯ জুলাই ২০২০ ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক ৩ দিনের রিমান্ডে
  3. ১০:০৭ এএম, ০৯ জুলাই ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ এর মালিক গ্রেফতার
  4. ১০:১৩ পিএম, ৩০ জুন ২০২০ বাড়ি ফিরে বাজার করে দেবে বলেছিলেন বাবা, আর ফিরে এলেন না
  5. ০৯:৩০ পিএম, ৩০ জুন ২০২০ মা-বোনকে খুঁজছেন রিফাত
  6. ০৮:১২ পিএম, ৩০ জুন ২০২০ লঞ্চ দুর্ঘটনার আসামিরা দুষ্টুপ্রকৃতির, পেরে ওঠে না রাষ্ট্রপক্ষ!
  7. ০৬:৩৬ পিএম, ৩০ জুন ২০২০ বুড়িগঙ্গায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার, মোট ৩৪
  8. ০৫:৩৩ পিএম, ৩০ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
  9. ০৪:২৮ পিএম, ৩০ জুন ২০২০ ডুবে যাওয়া লঞ্চের মালিকেরও হদিস নেই
  10. ০১:৪৩ পিএম, ৩০ জুন ২০২০ মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন সুমন বেপারী
  11. ০১:২১ পিএম, ৩০ জুন ২০২০ আরও এক কিশোরের মরদেহ উদ্ধার, মোট ৩৩
  12. ০১:০১ পিএম, ৩০ জুন ২০২০ লঞ্চ তোলা হচ্ছে, পুরোপুরি তোলার পর আবারও উদ্ধার অভিযান
  13. ১২:১৩ পিএম, ৩০ জুন ২০২০ লঞ্চ দুর্ঘটনা : মূল মাস্টার না, শিক্ষানবিশ চালাচ্ছিলেন ময়ূর
  14. ১১:২৯ এএম, ৩০ জুন ২০২০ ময়ূর-২ লঞ্চ মালিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে অভিযান চলছে
  15. ০৯:১৭ এএম, ৩০ জুন ২০২০ যেন মায়ের দোয়াতেই ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফিরলেন সুমন
  16. ০৮:৫৩ এএম, ৩০ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : অভিযান অব্যাহত, ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন
  17. ০৮:৩৩ এএম, ৩০ জুন ২০২০ স্বজনহারা মীরকাদিম, বাড়ি বাড়ি শোকের মাতম
  18. ১২:৩৪ এএম, ৩০ জুন ২০২০ উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ
  19. ১২:০১ এএম, ৩০ জুন ২০২০ যেভাবে বুড়িগঙ্গার তলদেশে ১২ ঘণ্টা বেঁচে থাকলেন সুমন
  20. ১০:৩৭ পিএম, ২৯ জুন ২০২০ ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার এক ব্যক্তি
  21. ০৯:৫৬ পিএম, ২৯ জুন ২০২০ ডাক্তার দেখাতে গিয়ে একই পরিবারের তিনজন লাশ
  22. ০৯:৩৫ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে ইলিয়াস কাঞ্চনের শোক
  23. ০৯:৩৩ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চডুবির সময় শিশুসন্তানকে আঁচলে বাঁধলেন মা
  24. ০৯:২৫ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : পরিচয় মিলেছে নিহতদের
  25. ০৯:০০ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চ মালিক-চালক দায় এড়াতে পারে না : শাজাহান খান
  26. ০৮:৪৫ পিএম, ২৯ জুন ২০২০ এটি দুর্ঘটনা নয়, একটি হত্যাকাণ্ড : নৌপরিবহন প্রতিমন্ত্রী
  27. ০৫:৫৯ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
  28. ০৪:৪০ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ফখরুলের শোক
  29. ০৪:৩৬ পিএম, ২৯ জুন ২০২০ পোস্তগোলা ব্রিজের নিচে আটকে গেল উদ্ধার করতে আসা জাহাজও
  30. ০৪:২৪ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার
  31. ০৩:২৬ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : একের পর এক নিষ্প্রাণ দেহ উঠে আসছে
  32. ০৩:১৬ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় এসে বড় ভাইয়ের লাশ পেলেন পরশ
  33. ০২:৩৯ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : জীবিত উদ্ধার হওয়া যাত্রীর বর্ণনা
  34. ০২:২৫ পিএম, ২৯ জুন ২০২০ লাশবাহী নৌকার চারপাশে ছোট নৌকার ভিড়, উদ্ধার কাজে সমস্যা
  35. ০২:০৯ পিএম, ২৯ জুন ২০২০ ছেলেকে না পেয়ে পাগল হয়ে ঘুরছেন মা
  36. ০২:০৩ পিএম, ২৯ জুন ২০২০ উদ্ধার তৎপরতার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী
  37. ০১:৫৯ পিএম, ২৯ জুন ২০২০ কেউ প্রিয়জনের লাশ পেয়ে কাঁদছেন, অনেকে না পেয়ে
  38. ০১:৫২ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটি গঠন
  39. ০১:৪৩ পিএম, ২৯ জুন ২০২০ লঞ্চডুবিতে দোষীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি ন্যাপের
  40. ০১:৩১ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৩২ জনের মরদেহ উদ্ধার
  41. ০১:০৮ পিএম, ২৯ জুন ২০২০ মাঝ নদীতে স্বজনদের আহাজারি
  42. ১২:৪৮ পিএম, ২৯ জুন ২০২০ ‘জানালা দিয়ে আমি বের হইছি, দুই মামা বের হতে পারে নাই’
  43. ১২:৪১ পিএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার
  44. ১১:৪৩ এএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১৭ জনের মরদেহ উদ্ধার
  45. ১১:০৬ এএম, ২৯ জুন ২০২০ চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি
  46. ১০:৫৬ এএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় লঞ্চডুবি, নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ
  47. ১০:২০ এএম, ২৯ জুন ২০২০ বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, উদ্ধার তৎপরতা চলছে