বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতিসহ আরও সাতজন করোনায় আক্রান্ত
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদরে একজন, মোংলাতে দুইজন এবং চিতলমারী উপজেলায় চারজন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৯৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন। চারজনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে নতুন করে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৫ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব স্ব এলাকার নতুন করে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। আক্রান্তরা সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
এএম/এমএস