বাগেরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগে আটক ৩
বাগেরহাটে যৌতুকের দাবিতে রুনা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সকালে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর-শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত গৃহবধূ রুনা খাতুন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের মুদি দোকানি সাইফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সাইফুল ইসলাম। আটকরা হলেন, নিহত গৃহবধূর শ্বশুর আব্দুস সালাম, শাশুড়ি তারু বেগম ও ননদ লাকি আক্তার।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে সদর উপজেলার লাউপালা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে মুদি দোকানি সাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার বেমরতা ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওহিদ শেখের মেয়ে রুনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় অত্যাচার-নির্যাতন করতো রুনার শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের বাবা ওহিদ শেখ বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় সাইফুলকে (জামাতা) যৌতুক হিসেবে দুই লাখ টাকা পরিশোধ করা হয়। এরপরও আরও টাকা দাবি করে বিভিন্ন সময় মেয়েকে নির্যাতন করতো জামাতা সাইফুলসহ শ্বশুর বাড়ির লোকেরা। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক বার সালিশ বৈঠক হয়েছে। গত রাতে আমার মেয়েকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শওকত আলী বাবু/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
- ২ ইসকনদের পেছনে দেশের বাইরের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৩ স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- ৪ চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
- ৫ আওয়ামী লীগের ফেরা না ফেরা চূড়ান্ত হয়েছে ৫ আগস্ট: হাসনাত আবদুল্লাহ