ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে করোনায় বৃদ্ধের মৃত্যু, একসঙ্গে তিন মেম্বার আক্রান্ত

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৮ জুন ২০২০

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হেমায়েত উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়।

করোনা শনাক্ত হওয়ার পর এক সপ্তাহ ধরে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে ফকিরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান হেমায়েত উদ্দিন। সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১২ জন, মোংলায় পাঁচজন, সদর উপজেলায় তিনজন ও মোরেলগঞ্জ উপজেলায় একজন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের তিনজন ইউপি সদস্য রয়েছেন। একসঙ্গে আক্রান্ত হয়েছেন তারা। এজন্য লকডাউন করা হয়েছে বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ ভবন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। এর মধ্যে ৬৬ জন সুস্থ ও চারজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্ত ২১ জনের হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ।

এএম/এমকেএইচ