ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৮ জুন ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১৯ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন নারী করোনায় আক্রান্ত ছিলেন।

দুজনের রিপোর্ট এখনও আসেনি। বাকি দুজনের রিপোর্ট নেগেটিভ ছিল। শনিবার রাত ১১টা থেকে রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ পাঁচজনের মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে করোনা ইউনিটে মারা যান বরিশাল বিমানবন্দর এলাকার এক নারী (৪৪)। গত ২৫ জুন জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ভর্তির পর তার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছিল।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের উজিরপুর উপজেলার সারশি এলাকার এক ব্যক্তি (৩৫)। করোনার উপসর্গ নিয়ে ২৫ জুন হাসপাতালে ভর্তি হন তিনি। তবে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছিল।

রোববার সকাল পৌনে ১০টার দিকে করোনা ইউনিটে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার এক নারীর (৬০) মৃত্যু হয়। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৬ জুন তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ভর্তির পর তার নমুনা নেয়া হয়। ওই নারীর করোনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সকাল ৮টার দিকে করোনা ইউনিটে মারা যান বাকেরগঞ্জের রামনগর এলাকার এক নারী (৪০)। করোনা উপগর্স নিয়ে ২৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

শনিবার রাত ১১টার দিকে করোনা ইউনিটে মারা যান পটুয়াখালীর ৭ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি (৬০)। ২৬ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারও নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৯ মার্চ থেকে ২৭ জুন সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

সাইফ আমীন/এএম/এমকেএইচ