ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় সিলেটে আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৮ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ।

রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে। দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। তিনি আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আসে।

জানা যায়, অসুস্থ হয়ে কয়েক দিন ধরে সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি ছিলেন বদরুল হক আকন্দ। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রোববার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

ছামির মাহমুদ/এএম/এমএস