ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৬শ ছাড়ালো

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ জুন ২০২০

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৯ জন। রোববার (২৮ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে গোপালগঞ্জ সদরে ১৫ জন, মুকসুদপুরে দুইজন ও কোটালীপাড়ায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১২ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮৭ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১০ জন।

এখন পর্যন্ত জেলায় ৪৯১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৪৭ জন, কাশিয়ানীতে ১২৮ জন, গোপালগঞ্জ সদরে ১৫৬ জন, টুঙ্গিপাড়ায় ৮৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৫০ জন।

আরএআর/পিআর