মৌলভীবাজারে ভারতীয় মহিষের চালান আটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চোরাচালানের ৩০টি মহিষ আটকের দুইদিন পর আবারও সীমান্ত দিয়ে চোরাইপথে আসা সাতটি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার জফরপুর এলাকা থেকে মহিষের চালানটি আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়। বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) ৩০টি ভারতীয় মহিষের চালান আটক করেছিল বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় মহিষের একটি চালান দেশে ঢুকছে- এমন খবর পেয়ে শনিবার সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল বিওপির টহল কমান্ডার সুবেদার নায়েক মো. সোলাইমান আলীর নেতৃত্বে জফরপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি। দুপুরে চোরাকারবারিরা সাতটি ভারতীয় মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মহিষগুলো ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি ভারতীয় মহিষগুলো উদ্ধার করে নিয়ে যায়।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
রিপন দে/এএম