শায়েস্তাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। পল্লী চিকিৎসক জাহিদুর রহমান খোকন (৫৫) উপজেলার পশ্চিম নুরপুর গ্রামের শেখ দাউদুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৫-৬ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন জাহিদুর রহমান। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলেন। বর্তমানে সুতাং বাছিরগঞ্জ বাজারে হোমিওপ্যাথিক চেম্বার খুলে পল্লী চিকিৎসা দিয়ে আসছিলেন। তার পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, মৃত ব্যক্তির শরীরে তিন ঘণ্টা পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ থাকে। তিন ঘণ্টার দেরি হলে সংক্রমণ থাকে না। নমুনা পরীক্ষা করলে নেগেটিভ আসে। মৃত্যুর খবর দেরিতে পাওয়ায় নমুনা নেয়া সম্ভব হয়নি পল্লী চিকিৎসকের।
কামরুজ্জামান আল রিয়াদ/এএম